আজমাল মাসরুর এর পিতার জানাজা শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৮
দেশ রিপোর্ট: ইমাম ও মিডিয়া ব্যক্তিত্ব আজমাল মাসরুর এর পিতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মকবুল হোসেইন এর নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা (দুপুর পৌনে ১টা) ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে । জানাজা শেষে তাঁকে ওয়ালথামস্ট্রো-ফরেস্ট মুসলিম গোরস্থানে দাফন করা হবে। জনাব আজমাল মাসরুর সকলকে তাঁর পিতার জানাজার নামাজে অংশগ্রহণের আহবান জানিয়ে রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার ভোর সোয়া ১২টায় নর্থ মিডলসেক্স হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে জনাব মকবুল হোসেইন ইন্তেকাল করেন । মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি স্ত্রী, ৬ সন্তান, ১০ নাতি-নাতনীসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজমাল মাসরুরের পিতৃবিয়েগে কমিউনিটির বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে ।

