পূর্ব লন্ডনে টেকওয়েতে এক কিশোর গুলিবিদ্ধ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৭
লন্ডন, ৩১ ডিসেম্বর: পূর্ব লন্ডনের প্লাস্টোতে একটি টেকওয়েতে বন্দুকধারির গুলিতে ২জন আহত হয়েছে বলে জানাগেছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এতে ১৬ বয়সী এক কিশোরকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়।
মেট পুলিশ জানিয়েছে আহতের অবস্থা ঝুকিপূর্ণ নয়। এসময় অপর একজন গুলিবৃদ্ধ হলে তাকেও চিকিৎসা দেয়া হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারলেও রহস্য উদঘাটনে পুলিশ সকলের সহযোগিতা চেয়েছে এবং তাদের সাথে যোগাযোগের আহবান জানিয়েছে।

