ভোট জালিয়াতির দায়ে পূর্ব লন্ডনে এক ব্যক্তির অর্থদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৭
লন্ডন, ২২ ডিসেম্বর : ব্রিটিশ পার্লামেন্টের গত নির্বাচনে আইন অমান্য করে দু’বার ভোট দেওয়ার কথা স্বীকার করেছেন ওয়ালথাম ফরেস্টের হ্যারলড রোডের বাসিন্দা ২১ বছরের মোহাম্মদ জেইন কোরেশী। ২০১৭ সালের সংসদ নির্বাচনে তিনি একাই বেআইনীভাবে দুবার ভোটাধিবার প্রয়োগ করেছেন। একবার পোস্টাল ভোট এবং দ্বিতীয়বার সেন্টারে গিয়ে ভোট দিয়েছেন তিনি। নামের মধ্যে সামান্য হেরফের করে ইচ্ছাকৃতভাবেই তিনি সেটা করেন বলে সোমবার ইস্ট লন্ডনের বো ম্যাজিস্ট্রেইট কোর্টে দোষ স্বীকার করেন। দুটি ভোটের জন্যে তিনি একই ঠিকানাও ব্যবহার করেন।
গত সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার পর এক টুইটার বার্তায় এক ব্যক্তি দু’বার ভোটাধিকার প্রয়োগের বিষয়টি প্রকাশ করে। টুইটার একাউন্ট হোলডারের পরিচয় গোপন রাখা হয়েছিল সেখানে। ওই টুইটে লেবার দলকে দু’বার ভোট দিয়ে অহঙ্কার প্রকাশ করেছিলেন ওই ব্যক্তি। একবার হলে গিয়ে এবং আরেকবার পোস্টালে ভোট দেন বলেও উল্লেখ করেন তিনি। পরবর্তীতে তদন্ত করে পুলিশ ওই টুইটার একাউন্ট হোলডারের নাম ও ঠিকানা বের করে তাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদ শেষে গত ২২ অগাস্ট মেট পুলিশ তাকে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে। আদালতে দোষ স্বীকারের পর মোহাম্মেদ জেইন কোরেশীকে সাজা হিসেবে আর্থিক জরিমানা করা হয়। ১৫০ পাউন্ড জরিমানার সাথে ২শ পাউন্ড প্রসিকিশন কস্ট এবং ভিক্টিম সার্চার্জ বাবদ আরো ৩০ পাউন্ড পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও আগামি তিন বছরের ভেতরে ইউকেতে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না তিনি। একই সময়ের ভেতরে ব্রিটেনের স্থানীয় বা সাধারণ নির্বাচনে ভোটাধিকারও প্রয়োগ করতে পারবেন না মোহাম্মেদ জেইন কোরেশী।

