ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করার পক্ষে প্রায় অর্ধেক বৃটিশ
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৭
লন্ডন, ১৩ ডিসেম্বর: প্রায় অর্ধেক বৃটিশ নাগরিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৃটেন সফর বাতিল করার পক্ষে রায় দিয়েছেন। তারা চান, বৃটেনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর বাতিল করা হোক। এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টের পক্ষে এ জরিপ চালায় বিএমজি রিসার্স। এতে দেখা যাচ্ছে শতকরা ৪৮ ভাগ বৃটিশ ট্রাম্পের ওই সফর বাতিল করার পক্ষে। তার রাষ্ট্রীয় সফর নিয়ে এত বিরোধিতার পরও লন্ডনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইঙ্গিত দিয়েছেন নতুন বছরে ট্রাম্প বৃটেন সফরে আসতে পারেন।

