রাইট অব অ্যাবোড মামলায় হাইকোর্টের রায় : হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘কালাম সলিসিটর্স’র জয়লাভ
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৭
লন্ডন, ৭ ডিসেম্বর : বাবার সূত্রে ব্রিটেনে আসা এক বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো সংক্রান্ত মামলা হোম অফিসের বিরুদ্ধে- হাইকোর্টে জয়লাভ করেছে। রাইট অব অ্যাবোড (বাধাহীন বসবাসের অধিকার) নামের এই মামলা জয়লাভের ফলে- এখন থেকে এ সংক্রান্ত মামলায় আর কাউকে দেশে ফেরত পাঠাতে পারবেনা হোম অফিস। চুড়ান্ত জাজমেন্টে বিচারক এটিকে রিপোর্টেড কেইস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যার নির্দেশনা দেশের সকল নিম্নআদালকে মেনে চলতে হবে। সানু মিয়া বার্সাস সেক্রেটারি অব স্টেইট নামের মামলার বিস্তারিত জানাতে গত ১ ডিসেম্বর শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মামলা পরিচালনাকারী ল’ফার্ম ‘কালাম সলিসিটরস’।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কালাম। হাই কোর্টের জুডিশিয়াল রিভিউতে মামলা লড়েন- ব্রিটিশ বাংলাদেশী তরুণ ব্যারিস্টার শাহাদাত করিম। সংবাদ সম্মেলনে তিনি বলেন- এই মামলা ভুক্তভোগীদের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। এ ছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইমিগ্রেশন জাজ বেলায়েত হোসেন, সলিসিটর সহুল আহমদ মকু, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার ওয়াসিকুর রহমান তালুকদারসহ আরো অনেকে। বক্তারা বলেন, বাংলাদেশী কমিউনিটিতে এ ধরনের মামলায় অনেকেই সমস্যা পড়েছেন। এর চ্যালেঞ্জ হওয়া উচিত। এ ধরনের কেইসে আবেদনকারীদের ভিসা সংক্রান্ত সকল ডকুমেন্ট সংরক্ষনে মনোযোগী হওয়া জরুরি বলে মত দেন তাঁরা।
আপিলে জয়লাভকারী বাংলাদেশী সানু মিয়া ২০০২ সালে তাঁর ব্রিটিশ নাগরিক বাবার সূত্রে ব্রিটেন আসেন। পরবর্তীতে তিনি তার ৬ সন্তান ও স্ত্রীকেও ব্রিটেন আনেন। ২০১১ সালে তিনি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করলে ২০১৪ সালে হোম অফিস তার ইন্টারভিউ গ্রহণ করে আবেদন রিফিউজ করে দেয়। কারণ হিসেবে বলা হয়- তাঁর কাগজপত্র এবং বাবার ব্রিটিশ নাগরিকত্ব সঠিক নয়।
এর পর ২০১৫ সালের দিকে তাঁর এই মামলা গড়ায় হাইকোর্টে। মামলার পুরো কার্যক্রম পরিচালনা করেন- ইস্ট লন্ডনের সুপরিতি ল’ফার্ম কালাম সলিসিটরস। ২৪ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠিত হয় মামলার শুনানী। ১৭ নভেম্বর আসে পূর্নাঙ্গ রায়। হাইকোর্টের ডেপুটি জাজ লেডি আলেকজান্দ্রা মার্কস সিবিই- রায় ঘোষণা করেন। রায়ে হোম অফিস, ফরেন এন্ড কমনওয়েলথ অফিস এবং পাসপোর্ট অফিসের, গাফলাতির ব্যাপারে চরম সমালোচনা করা হয়।

