স্টক অন ট্রেন্টে অগ্নিকান্ড : মা ও দুই শিশুর অবস্থা আশংকাজনক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৭
লন্ডন, ৫ অক্টোবর: ইংল্যান্ডের স্টক অন ট্রেন্টের একটি ফ্লাটে অগ্নিকান্ডে তিনজন মারাত্মক আহত হওয়ার খবর প্রকাশ করেছে বিবিসি। আহতদের মধ্যে ২০ বছর বয়সী এক মা, তার ৬ মাস বয়সী শিশু কন্যা ও ৬ বছর বয়সী ছেলে রয়েছে। গত রবিবার সকাল ৬টায় স্থানীয় রিংল্যান্ড ক্লোজে এই অগ্নিকান্ডে ৬টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্থ হয়। আহতদের রয়েল স্টক হসপিটালে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের সময় ভবনের প্রথম তলা থেকে একজন লাফ দিয়ে পড়েন। ভবনের বাসিন্দাদের অস্থায়ী বাসস্থানে স্থানান্তর করা হয়েছে।
স্টাফোর্ডশায়ার ফায়ার এন্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে সকল ফ্লাট তাল্লাশী করা হয়েছে এবং মালামাল বের করে আনা হয়েছে। কি কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

