সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৭
সিলেট প্রতিনিধি: সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকারিয়া মুহাম্মদ মাসুম (২২) নামের এক যুবক খুন হয়েছেন। বুধবার বিকেলে নগরীর শিবগঞ্জের লামাপাড়ার হাতিম আলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত মাসুমকে সিলেট এমএজি ওসমানী হাসপাতানে নেয়ার পর তাঁর মৃত্যু হয়।
নিহত জাকারিয়া মুহাম্মদ মাসুম নগরীর চালিবন্দরের ছড়ারপার এলাকার বাসিন্দা মাসুক মিয়ার ছেলে। গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জে।
এ ব্যাপারে নিহতের ছোট ভাই খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ছাত্রলীগের রায়হান গ্রুপের কর্মী টিটুর সাথে আমার একটি ঝামেলা হয়। আজ দুপুরে টিটু তাঁর দলবল দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায়। পরে বড় ভাই জাকারিয়া মুহাম্মদ মাসুমকে ফোন করে বলে আমাকে ছাড়িয়ে আনতে। ভাই আসলে তাঁরা তার উপর চড়াও হয়। এক পর্যায়ে তাঁরা ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
মহানগর পুলিশে অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্দের জন্য প্রেরণ করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি । ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

