টেক্সাসে গুলি: অস্ত্রধারীসহ নিহত ৮
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৭
দেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক অস্ত্রধারী গুলি করে হত্যা করেছে কমপক্ষে ৭ জনকে। এরপর পুলিশ ওই হামলাকারীকে গুলি করে হত্যা করে। রোববার রাতে ডালাসের প্লানো এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, প্লানো পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ডেভিড ঠিলি বলেছেন, হামলার পর পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় হামলাকারীর সঙ্গে প্রথমে গুলি বিনিময় হয়। এর এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হন নি। রিপোর্টে বলা হয়, প্লানোর ওই বাড়িতে পাওয়া গেছে সাতটি মৃতদেহ। গুলিবিদ্ধ দু’জনকে নেয়া হয়েছে হাসপাতালে। তবে তাদের অবস্থা কি সে সম্পর্কে জানা যায় নি। হামলাকারী ও ওই বাড়ির সদস্যদের মধ্যে কি সম্পর্ক তাও নিশ্চিত হওয়া যায় নি। নিশ্চিত হওয়া যায় নি, নিহতরা একই পরিবারের সদস্য কিনা।

