জঙ্গি আস্তানায় র্যাবের তল্লাশি অভিযান শুরু
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৭
দেশ, ৬ সেপ্টেম্বর: বুধবার সকাল সাড়ে নয়টায় মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানায় তল্লাশি অভিযান শুরু করেছে র্যাব। অভিযানে অংশগ্রহণ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, বোম ডিজপোজাল ইউনিট এবং র্যাবের ডগস্কোয়ার্ড। যেকোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় উপস্থিত রয়েছেন বিপুল সংখ্যক র্যাব সদস্য। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান অভিযানের ঘটনা নিশ্চিত করেন এবং সাংবাদিকদের বলেন, ‘অভিযান শেষে সাংবাদিকদের ঘটনাস্থলে যাবার অনুমতি দেওয়া হবে।’
এর আগে সকালে চালকবিহীন বিমানের (ড্রোন) মাধ্যমে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী। রাসায়নিক পদার্থ থাকতে পারে এ আশঙ্কা থেকে সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছয়তলা ভবনের ৫ তলায় থাকা জঙ্গি আস্তানায় পানি দিয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের এলেঙ্গায় গত ৩রা সেপ্টেম্বর সোমবার রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির জঙ্গি দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্রসহ আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঐ রাতেই মিরপুরে র্যাবের এই অভিযান শুরু হয়। রাত ১টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে মিরপুর মাজার রোডে ছয়তলা বাড়িটি ঘিরে রাখে র্যাব।

