লন্ডন ক্রিকেট লীগের ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন : প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই আমাদের লক্ষ্য
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৭
দেশ রিপোর্ট: লন্ডন ক্রিকেট লীগের উদ্যোগে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের হ্যাকনী মার্শ প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী “জেএমজি ও মাহবুব অ্যান্ড কোঃ গোলড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে গত ৩০ আগস্ট বুধবার দুপুরে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ বারাকা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লন্ডন ক্রিকেট লীগের চেয়ারম্যান আবু সুফিয়ান জিলাম, সেক্রেটারি নাহিদ নেওয়াজ রানা, টুর্নামেন্টের স্পনসর জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমদ, স্পনসর মাহবুব অ্যান্ড কোঃ এর স্বত্তাধিকারী একাউন্টেন্ট মাহবুব মুর্শেদ ও মিডিয়া পার্টনার সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন ক্রিকেট লীগের ডিরেক্টর মীর আব্দুল আউয়াল তারেক ও আইটি ডিরেক্টর মোঃ আরিফ হোসাইন। সংবাদ সম্মেলনে লন্ডন ক্রিকেট লীগের চেয়ারম্যান আবু সুফিয়ান জিলাম বলেন, বৃটিশ-বাংলাদেশী তরুণ প্রজন্মকে খেলাধূলায় এগিয়ে নিতে তাঁরা এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন। টুর্নামেন্টে ১৬টি টিম অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রথমদিন ফার্স্ট রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে সেমি ফাইনাল ও ফাইনাল। চ্যাম্পিয়ান টিমের জন্য রয়েছে নগদ দেড় হাজার পাউন্ডসহ গোলড কাপ পুরষ্কার। তাছাড়া রানা আপ টিমের জন্য থাকবে নগদ এক হাজার পাউন্ডসহ একটি সিলভার কাপ। তাছাড়া চূড়ান্ত পর্বে ম্যান অব দ্যা ম্যাচ, বেস্ট বেটসম্যান ও বেস্ট বোলারকে নগদ ১শ পাউন্ডসহও ট্রপি পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক ক্রিকেটারের জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার। আবু সুফিয়ান জিলাম বলেন, টুর্নামেন্টের দিন তারিখ ঘোষণার পর থেকে আমরা লন্ডনের বিভিন্ন ক্রিকেট টিমের পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি একটি সফল টুর্নামেন্ট উপহার দিতে পারবো।
জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমদ বলেন, কমিউনিটির উন্নয়নে যেকোনো ভালো কাজে সবসময়ই সমর্থন ও সহযোগিতা করার চেষ্টা করি। এই টুর্নামেন্টের মাধ্যমে বৃটিশ-বাংলাদেশী তরুণ প্রজন্মকে খেলাধূলায় এগিয়ে নিতে কিছুটা হলেও ভুমিকা রাখতে পারলে আমাদের চেষ্টা সফল মনে করবো। তিনি টুর্নামেন্ট সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। একাউন্টেন্ট মাহবুব মুর্শেদ বলেন, এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্য থেকে একসময় বৃটেনের জাতীয় টিমে খেলবে এমন ক্রিকেটারকে আমরা খুঁজে বের করতে চাই। এটি একটি সুচনা মাত্র। আমাদের এ প্রচেষ্টা অনেকদূর নিয়ে যেতে চাই।
সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, খেলাধূলায় আগ্রহ নেই এমন শিশু-কিশোরের সংখ্যা সোসাইটিতে খুবই কম আছে। একটি শিশু সেই ছোটকাল থেকেই কোনো একটি ফুটবল দল বা ক্রিকেট টিমকে সাপোর্ট করে থাকে। শিশুদের এই আগ্রহের জায়গাটিতে অভিভাবকদের গুরুত্ব দেয়া উচিত। এতে করে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা তাকে মন্দ কাজ থেকে দুরে রাখবে। উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটদলগুলো হলো সুনামগঞ্জ চ্যালেঞ্জার, তৈয়বস নাইট ওয়ারির্স, অকিং টাইগার, সিপিএম ইউকে, চিটাগাং কিংস, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন লন্ডন, পোর্টসমাউথ টাইগার্স, বাংলাদেশ সেন্টার ক্রিকেট ক্লাব ইউকে, লুটন ইয়ং ব্লাড ক্রিকেট টিম, মৌলভী বাজার ডায়নামাইটস, খুলনা টাইগার্স, তিতাস স্পোটর্স ক্লাব, ফ্রেন্ডস স্পোটর্স ক্লাব ও বিডি টাইগার্স। এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে সিটি লর্ড, প্রিন্ট আর্ট ফর ইউ, সুন্দরবন ফাউন্ডেশন, লাস্ট মিনিট প্রিন্ট, প্রিমিয়ার প্রপার্টি, আলতামিরা। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই ইউরোপ ও সাপ্তাহিক দেশ।

