বেথনাল গ্রীণে এসিড আক্রমণের ঘটনায় এক যুবকের বিরুদ্ধে চার্জ
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৭
দেশ, ০৩ জুলাই: টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রীনে এসিড হামলার সাথে জড়িত থাকার অভিযোগে রাহাদ হোসাইন নামে ২৩ বছরের এক যুবকের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ এনেছে পুলিশ। রাহাদ হোসাইন গত ২৫ জুলাই বেথনাল গ্রীনের রোমান রোড এলাকায় এসিড হামলা চালিয়ে দুই যুবককে আহত করেছিলো। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে এসিডের মতো মারাত্মক তরল রাখা এবং এর দ্বারা অন্যজনকে গুরুতরভাবে আহত করার অভিযোগে দুটি পৃথক চার্জ আনে।
থেমস ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরার পর রাহাদ এখন পুলিশ কাস্টডিতে রয়েছে। এ প্রসঙ্গে পুলিশের সুপারেনটেন্ডেন্ট পিটার টার্নার বিবৃতিতে বলেন, আমি কমিউনিটিকে এই মর্মে নিশ্চিত করে জানাচ্চিছ যে, টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদ অথবা ধর্মীয় কারনে এখন পর্যন্ত কোন এসিড আক্রমন হয়নি। এছাড়া রাস্তা ঘাটে কোন এশিয়ান মহিলার উপরও এসিড দ্বারা হামলার কোন রেকর্ড আমাদের কাছে নেই। সুপারেনটেন্ডেন্ট পিটার টার্নার তার বিবৃতিতে আরো ব্যাখ্যা করে জানান, গত ১২ মাসে করোসিভ তরল দ্বারা (এসিড জাতীয়) টাওয়ার হ্যামলেটসে মোট ২৮টি হামলার ঘটনা রেকর্ড হয়েছে। কিন্তু এই সংখ্যা দ্বারা সামগ্রিক চিত্র বুঝা যাবে না।
কারন এই ২৮টি হামলার মধ্যে ৫টি ছিলো সিএস স্প্রে সংক্রান্ত। এছাড়া সবগুলো হামলাই ছিলো ছিনতাই, ড্রাগ সংক্রান্ত আর্থিক বিরোধ এবং রাস্তাঘাটে সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধ। এদিকে রাহাদ হোসাইনের গ্রেফতার এবং তার বিরুদ্ধে চার্জ আনার ঘটনাকে স্বাগত জানিয়েছেন বারার নির্বাহী মেয়র জন বিগস। এ প্রসঙ্গে তিনি বলেন, লন্ডনের বর্বর এসিড হামলার প্রকোপ এবং টাওয়ার হ্যামলেটসের এই সাম্প্রতিক এসিড হামলা আমাদের কমিউনিটিতে সত্যিকার অর্থেই উদ্বেগের সৃষ্টি করেছে। আমাদের রাস্তাঘাটকে নিরাপদ রাখা তথা এধরনের অপরাধ নিমূর্ল এবং অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা পুলিশের সাথে আমাদের কাজ চালিয়ে যাবো। মেয়র আরো বলেন, আমরা ১৪ জন পুলিশ অফিসারকে কাউন্সিলের ফান্ড দ্বারা নিয়োগ দিয়েছি। সরকারের বাজেট কাটের কারনে টাওয়ার হ্যামলেটসের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে এই বিনিয়োগ কিছুটা হলেও সাহায্য করবে বলে আমি আশাবাদী। পুলিশের প্রকাশ্য উপস্থিতি অপরাধীদের যেমন তাড়া করবে তেমনি আমাদের বাসিন্দাদেরও স্বস্তি দিবে।