মাহতাবুর রহমান নাসির এনআরবি ব্যাংকের চেয়ারম্যান পুননির্বাচিত
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৭
দেশ রিপোর্ট: দুবাইর আল হারামাইন পারফিউমস গ্রুপের চেয়ারম্যান মধ্যপ্রাচ্যের শীর্ষ বাংলাদেশী ব্যবসায়ী, সিলেটের কৃতী সন্তান, শিল্প উদোক্তা মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির বাংলাদেশে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান পুননির্বাচিত হয়েছেন। এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি পুননির্বাচিত হন। মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির বাংলাদেশ বিজনেস কাউন্সিল অব দুবাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও বিয়ানীবাজার ক্যানসার হাসপাতালের ট্রাস্টি। মাহতাবুর রহমান নাসির আরব আমিরাতের বাংলাদেশী কমিউনিটির অন্যতম প্রাণপুরুষ। তাঁর জন্ম সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। সিলেট শহরের স্থায়ী ঠিকানা শাহপরান থানার ইসলামপুরে। তিনি প্রথম আমিরাতে যান ১৯৮১ সালে।
মাহতাবুর রহমান নাসির ব্যবসায় উল্লেখযোগ্য অবদানের জন্য ২০১২-১৩ থেকে ২০১৫-১৬ পর্যন্ত পরপর চারবার বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) পদকে ভূষিত হন। বৈদেশিক মুদ্রা অর্জনে দক্ষতা ও সফলতার জন্য তিনি পরপর তিন বার ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক বেস্ট রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন। তাঁর ব্যবসা যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত । এদিকে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান পদে পুননির্বাচিত হওয়ায় পৃথক বার্তায় মাহতাবুর রহমান নাসিরকে অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাত শাখা, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা, ইউ.এ.ই বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এবং সংহতি সাহিত্য সংস্কৃতি পরিষদ আরব আমিরাত শাখা। এছাড়াও যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, বিত্তের সাথে চিত্তের সমন্বয়ে জনাব মাহতাবুর রহমান এক অসাধারণ মানুষ। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি বহির্বিশ্বের প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুকরনীয়। তাঁর এই সাফল্য তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেরণা যোগাবে। তিনি তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।