বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৭
বাংলাদেশ আইনজীবী ফোরাম ইউকে’র উদ্যোগে বাংলাদেশে আইন ও বিচার ব্যবস্থার চরম অবনতি ও মানবাধিকার লঙ্ঘনের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই শুক্রবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আবু ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আব্দুল হামিদ চৌধুরী, ব্যারিস্টার তমিজ উদ্দিন, মামুনুর রশিদ, নসরুল্লাহ খান জুনায়েদ, ব্যারিস্টার সোহরাব হোসেন, সলিসিটর একরামুল হক মজুমদার, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, ডক্টর মুজিবর রহমান, এডভোকেট নাসরিন আক্তার, এডভোকেট আবুল হাসনাত, ব্যারিস্টার আনোয়ার আহমেদ চৌধুরী, এডভোকেট নাসের খান অপু, ব্যারিস্টার সুবে সাদিক, এডভোকেট মাহবুবুল আলম তুহা, এডভোকেট নাজমুল করিম মুক্তা, এডভোকেট মুস্তাফিজুর রহমান, এডভোকেট শামীম জামান, এডভোকেট আলমগীর হোসেন, এডভোকেট মোয়াজ্জাম হোসেন রেকল, সলিসিটর মুনসাত হাবিব চৌধুরী, এডভোকেট আক্তারুল হক, এডভোকেট সুফিয়া পারভীন, আইনজীবী কুমকুম আক্তার, মিসবাহ বিএস চৌধুরী, জাহিদ আহমেদ, সেলিম আহমেদ, মাওলানা শামীম আহমেদ, খালেদ চোধুরী, মারুফ গিয়াস বাপ্পী, আজিম উদ্দিন, ফয়সাল আহমেদ, খালেদ আহমেদ প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি