লন্ডনে পৌছে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইলিয়াস পত্মী লুনা
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৭
লন্ডনে পৌছে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। তিনি বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকাল সাড়ে ৪টায় সময় হিথ্রো বিমান বন্দরে এসে পৌছেন। এসময় যুক্তরাজ্য বিএনপি ও তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহসিনা রুশদির লুনা বলেন, প্রবাসীসহ দেশবাসীর মত আমরাও বিশ্বাস করি ইলিয়াস আলী ফিরে আসবে। তিনি ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে প্রবাসে বিশেষ করে যুক্তরাজ্যে আন্দোলন সংগ্রামের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যুক্তরাজ্যে অবস্থানকালিন সময়ে তার নির্বাচনী এলাকার প্রবাসীদের সাথে শীঘ্রই মতবিনিময় করবেন বলে জানান।
তিনি বলেন, কোন কারণ ছাড়াই আমাকে রোববার লন্ডনে আসতে দেয়নি ঢাকা ইমিগ্রেশন পুলিশ। আদালতের নিদের্শনা থাকা সত্ত্বেও আজও (বুধবার) আসতে প্রথমে আমাকে বাঁধা দেয়া হয়েছে। পরে বিমানের ফ্লাইট বিলম্ব করে আমাকে আসতে দেয় কর্তৃপক্ষ। তিনি বলেন আমি বুঝতে পারছি না সরকারের কাছে কেন আমি এতে গুত্বপূর্ণ হয়ে উঠলাম। আমাকে বিদেশে আসতে বারবার বাঁধা দেয়া হচ্ছে। তিনি বলেন, আমি ২০১১ সালে সাবেক এমপি ইলিয়াস আলীর সাথে লন্ডনে এসেছিলাম। সবাই জানেন, তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন আমি আমার ছেলে আবরার ইলিয়াস অর্নব এর গ্র্যাজুয়েশন সিরেমনিতে অংশ নিতে এসেছি।
এদিকে ইলিয়াস পত্মীর সাথে লন্ডনে এসেছে তাদের একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল। অপর দিকে আগ থেকেই যুক্তরাজ্যে অধ্যয়নের জন্য অবস্থান করছেন তাদের দুই পুত্র আবরার ইলিয়াস অর্নব ও লাবিব সারার।
উল্লেখ্য, আবরার ইলিয়াস অর্নব এ বছর ব্রিস্টলের ইউনিভার্সিটি ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে কৃতিত্বের সাথে এলএলবি সম্পন্ন করেছে। সে আগামী সেপ্টেম্বর থেকে লন্ডনের সিটি ল’স্কুলে বিপিটিসি কোর্স শুরু করবে। আবরার ইলিয়াস এলএলবি কোর্স সম্পন্ন করার সময় বাংলাদেশ সোসাইটি ইউনিভার্সিটি ওয়েস্ট অব ইংল্যান্ডে সরাসারি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার ছোট ভাই লাবিব সারার কভেন্টি ইউনিভার্সিটি থেকে একাউন্টিং এবং ফাইন্যান্স কোর্সের প্রথম বর্ষ সমাপ্ত করেছে।
এদিকে হিথ্রো বিমানবন্দের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সহ সভাপতি আবুল কালাম আজাদ, এম ইলিয়াস আলীর বড় ভাই হুসিয়ার আলী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা চেরাগ আলী, যুগ্ম সম্পাদক ও এম ইলিয়াস আলীর ছোট আছকির আলী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিএনপি নেতা গৌছ আলী, গোলজার খান, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক ড. মুজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, কলচেস্টার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন, মিল্টন কিংন্স বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ শাহেল, ব্রাডফোর্ড বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, সহ সভাপতি কদর উদ্দিন, সদস্য মদরিছ আলী মফজ্জুল, কবির মিয়া, নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া, যুবদল নেতা আফজাল হোসেন, আব্দুল ওয়াহিদ আলমগীর, নূরুল আলী রিপন, আক্তার হোসেন শাহীন, আসাব আলী, আবুল কালাম, মহানগর বিএনপির সহ সাংগঠনিক কাওছার আহমদ, আবু তাহের প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি