সাংবাদিক আনোয়ার শাহজাহানের পিতা আলহাজ্ব আব্দুল মুতলিব আর নেই : জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৭
যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের পিতা আলহাজ্ব আব্দুল মুতলিব আর নেই। গত ১০ জুন শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত রাত ১টা ২০ মিনিটে তিনি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ রায়গড়স্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৭ পুত্র, ৬ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরদিন ১১ জুন রোববার বাদ যোহর ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও লক্ষাণাবন্দ ইউপি চেয়ারম্যান নসিরুল হক শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুস ছালাম আজাদ, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান মাওলানা এস.এম আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমীন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুতলিব, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহাব উদ্দিন, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রশীদ আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের উপ-সম্পাদক ফয়ছল আলম, সৌরভ সাহিত্য পরিষদের সম্পাদক আবুল হাসনাত, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি বায়েজিদ মাহমুদ ফয়ছল, চিত্রশিল্পী বাইস কাদির, গোলাপগঞ্জ অনলাইনপ্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক ইউনুস চৌধুরী, সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, সাংবাদিকত ইমরান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল মুতলিব দীর্ঘদিন পশ্চিম রায়গড় মসজিদের মুতাওয়ালিল, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
সাপ্তাহিক দেশ পরিবারের শোক : সাংবাদিক লেখক আনোয়ার শাহজাহানের পিতৃবিয়োগে সাপ্তাহিক দেশ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সম্পাদক তাইসির মাহমুদ। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে সাংবাদিক ও লেখক, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহানের পিতার মৃত্যুতে সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ সম্পাদক এডভোকেট মাওলানা রশিদ আহমদ, গোলাপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক সকালের দিগন্ত সম্পাদক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, আমার বাংলাদেশ এর সম্পাদক আজিজ খান শোক প্রকাশ করে মরহুমের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি