সাংবাদিকদের উন্নয়ন কাজ ঘুরে দেখালেন চীফ এক্সিকিউটিভ : বার্ডেট এস্টেটে পপলার হারকার মিলিয়ন পাউন্ডের উন্নয়ন কাজ
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৭
সোশ্যাল হাউজিং এসোসিয়েশন পপলার হারকার বিলিয়ন পাউন্ডের রিজেনারেশন স্কিমের অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস বারার বার্ডেট এস্টেটে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। সেন্ট পলস ওয়ে এলাকায় সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক ডিজাইনের একটি বৃহ্ মসজিদ ও কমিউনিটি ক্যাফের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে উন্নয়ন প্রকল্পের আরেকটি ধাপের সূচনা হলো।
গত ১২ মে শুক্রবার বিকেলে পপলার হারকার চীফ এক্সিকিউটিভ স্টিভ স্ট্রাইড সাংবাদিকদের সরেজমিনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরিয়ে দেখান এবং কমিউনিটির জন্য হারকার আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। সেন্ট পলস্ সেন্টারের ক্যাফে ব্রোতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে স্টিভ স্ট্রাইড কমিউনিটির প্রতি পপলার হারকার দায়িত্ব ও অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, পপলার এলাকার উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার ও কমিউনিটির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে হারকা কাজ করে যাচ্চেছ।
তিনি জানান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, বার্ডেট এস্টেট মসজিদ (বিবিসিএ), সেন্ট পলস ওয়ে ট্রাস্ট স্কুল, টেলফোর্ড হোমস এবং স্থানীয় কমিউনিটির সাথে মিলে পপলার হারকা বহু মিলিয়ন পাউন্ডের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পপলার হারকার নেতৃত্বে বেশ কয়েকটি উন্নয়ন অংশিদারের সহযোগিতায় পপলার এলাকায় ২.৫ বিলিয়ন পাউন্ডের দীর্ঘমেয়াদি ও উচ্চাভিলাষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে উল্লেখ করে স্টিভ স্ট্রাইড বলেন, বিশাল এই প্রকল্পের অংশ হিসেবে বর্তমানে সেন্ট পলস এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। এর ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সামগ্রিকভাবে কমিউনিটি নানাভাবে সুফল পাচ্চেছন।
তিনি বলেন, সেন্ট পলস ওয়ে রিজেনারেশনের মাধ্যমে এটাই প্রতিষ্ঠিত হয়েছে যে, যদি সকল অংশিদার কোন উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে, তাহলে কাঙ্খিত সাফল্য অর্জন সম্ভব। স্থানীয় কমিউনিটির সাথে মিলে এ পর্যন্ত আমরা যে সাফল্য অর্জন করেছি, সেজন্য আমরা আনন্দিত এবং আগামী দিনের উন্নয়ন কাজগুলোও সফলভাবে সম্পন্ন করতে পারবো বলে আমরা আাশাবাদি।
মিডিয়া ব্রিফিং শেষে হারকার প্রধান নির্বাহী স্টিভ স্ট্রাইড লিমবরা গার্ডেন ঘুরিয়ে দেখান। এসময় তিনি তাদের বাইসাইকেল ক্লাবের সদস্যদের সাথে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন। পরে সাংবাদিকরা সেন্ট পলস ওয়ে হেলথ সেন্টারটি পরিদর্শন করেন। সেখান থেকে তারা যান নবনির্মিত বার্ডেট এস্টেট মসজিদ পরিদর্শনে। অফ ওয়াল-উড স্ট্রিটের মসজিদ লেনে অবস্থিত এই অত্যাধুনিক মসজিদটি দেখে সাংবাদিকরা প্রশংসায় পঞ্চমুখ হন।