লামায় যৌতুকের দাবিতে স্কুল-শিক্ষিকাকে হত্যা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫
বান্দরবানের লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে ১২ লক্ষ টাকার যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
প্রসঙ্গত, শুক্রবার রাত নয়টার দিকে লামা উপজেলার সমিল পাড়ায় স্কুল-শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে (২৮) জবাই করে হত্যা করেছে তার স্বামী থোয়াইশৈমং মার্মা (৩৪)। এদিনই আটক থোয়াইশৈমং পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এরই মধ্যে নিহতের ভাই সুইনুমং মার্মা বাদী হয়ে থোয়াইশৈমং মার্মাকে আসামি করে হত্যা মামলা করেছে।
সুইনুমং মার্মা জানান, যৌতুকের জন্য প্রায়ই স্কুলশিক্ষিকা মাইক্যচিং মার্মাকে স্বামী থোয়াইশৈমং মার্মা নির্যাতন করতেন। কারিতাস সিঁড়ি প্রকল্পে কর্মরত থোয়াইশৈচিং মার্মা সরকারি চাকরির জন্য ১২ লক্ষ টাকা যৌতুক হিসেবে স্ত্রীর কাছে দাবি করে আসছিলেন। এনিয়ে গত ২০দিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। মাইক্যচিং মার্মা গত ১৯ সেপ্টেম্বর কাল্ব থেকে এক লক্ষ ১০ হাজার টাকা ঋণ নিয়ে তার স্বামীকে দেন। যৌতুকের বাকি অর্থ পরিশোধে মাক্যিচিংকে আরো চাপ দেয়া হলে দুজনের মধ্যে কলহ চরম আকার ধারণ করে। এরই ধারাবাহিক জেরে ওই স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে হত্যা করে তার স্বামী।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক অভিজিৎ দাস জানান, আদালতের অনুমতি নিয়ে শীঘ্রই থোয়াইশৈমং মার্মাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শনিবার বিকেলে মাইক্যচিং মার্মার লাশ চমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।