আপত্তি নেই মাহির
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। টানা চার বছর এ প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি গ্ল্যামার আর অভিনয়গুণে ব্যাপক দর্শকপ্রিয়তাও লাভ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তারকা খ্যাতিও অর্জন করেছেন মাহি। তবে চলতি বছর থেকে হঠাৎ ঘোষণা দিয়েই জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সব হিসাব-নিকাশ চুকিয়ে একাকী পথচলা শুরু করেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠানটিতে আর ফিরছেন না বলে এরই মধ্যে বেশ কিছু ছবিতে কাজ শুরু করে দেন মাহি। তবে গত কয়েক মাস ধরে তিনি জাজে ফিরছেন এমন কিছু সংবাদও প্রকাশ হয়েছে। এসব কেবল গুঞ্জন ছিল বলেই দাবি এ নায়িকার। তবে গত শনিবার রাতে মাহি ও আবদুল আজিজের ফেসবুক টাইমলাইনে দুজনেরই পোস্ট করা একটি ছবি নিয়ে ফের নতুন প্রশ্নের জন্ম দেয়। জাজ থেকে মাহি বিদায় নিয়েছেন। আবার আবদুল আজিজও তাকে ছাড়া নতুন দুই নায়িকা নিয়ে দুটি ছবির কাজ শেষ করে ফেলেছেন। এর মধ্যে ‘আশিকী’ ছবিটি মুক্তিও পেয়েছে। সবমিলিয়ে বোঝা গিয়েছিল মাহি ছাড়াই জাজ পথ চলছে। তাহলে হঠাৎ দুজন নিজ নিজ টাইমলাইনে ছবি প্রকাশ করছেন কেন? এমন প্রশ্নে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে বলেন, আপাতত জাজে ফিরছি না। আগামী এক বছর প্রতিষ্ঠানটির সঙ্গে আমার কোন কাজ নেই। এর মধ্যে আমার হাতে থাকা ছবিগুলোর শুটিং করতে হবে। আমি যেহেতু চার বছর জাজের সঙ্গে কাজ করেছি আর এর মধ্য দিয়েই আমার ফিল্মি ক্যারিয়ার শুরু হয়েছে তাই আবদুল আজিজ আমাকে দোয়া করতেই বাসায় এসেছিলেন। সে সূত্রে কিছু ছবি তোলা। আর সেটা ফেসবুকে দেয়া। এর বেশি কিছু নয়। আপাতত জাজ মাল্টিমিডিয়ায় ফিরছেন না মাহি- এমনটাই জানালেন তিনি। তবে কি আগামী বছর থেকে ফের আবদুল আজিজের কাছে ফিরছেন মাহি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপাতত ফেরার কোন কারণ নেই। তবে আগামী বছর থেকে যদি তারা আমাকে ডাকেন সেক্ষেত্রে জাজের ছবিতে আবার কাজ করতে আমার কোন আপত্তি নেই। এদিকে শনিবার রাত ১১টার দিকে আবদুল আজিজ তার ফেসবুক প্রোফাইলে মাহির সঙ্গে একটি সেলফি আপলোড করেন। আর তাতে ক্যাপশন হিসেবে তিনি লেখেন ‘আমরা আমরাই’। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ছবি। এর সঙ্গে মাহির জাজে ফেরা না ফেরার কোন সম্পর্ক নেই। এর কিছুক্ষণ পর একই ছবি মাহির প্রোফাইলেও দেখা যায়। সঙ্গে সঙ্গে সবার ভেতর বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়। এমনকি কেউ কেউ ছবিটির নিচে মন্তব্য হিসেবে লিখেছেন ‘মাহি ছাড়া জাজ অচল। তাই তাকে নিয়েই ছবি নির্মাণ করতে হবে’। এদিকে সমপ্রতি মাহি চালু করেছেন অনলাইন শপ ‘স্করপিয়ন হাট’। অর্ডার দিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট কেনা যায় সেখান থেকে। চালু হওয়ার পর পরই দুটি ল্যাম্পশেডের অর্ডার দেন আবদুল আজিজ। ল্যাম্পশেডের সঙ্গে নিজের ছবি তুলে পাঠান মাহির ইনবক্সে তিনি। পরে ‘ভালোবাসার রং’ তারকা তাকে ধন্যবাদ জানিয়ে ছবিটি ফেসবুকে পোস্ট করেন। জাজের ব্যানারে তিনি ১৩টি সিনেমায় অভিনয় করেন। পরে মাহির বিকল্প হিসেবে নুসরাত ফারিয়া ও জলিকে নিয়ে আসে প্রতিষ্ঠানটি। নুসরাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ মুক্তি পেয়েছে কোরবানির ঈদে। মুক্তির অপেক্ষায় রয়েছে জলি অভিনীত ‘অঙ্গার’। মাহি বর্তমানে ব্যস্ত আছেন মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিংয়ে। হাতে আছে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ও মালেক আফসারীর নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্র।