ইসি’র ১০ কর্মকর্তাকে হত্যার হুমকি
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫
নির্বাচন কমিশনের ১০ কর্মকর্তাকে মোবাইল ফোনে গুলি করার হুমকি দেয়া হয়েছে। ফোনে চাঁদা দাবি করে বলা হয়, টাকা না দিলে তাঁদের গুলি করা হবে। অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, উপসচিব আব্দুল ওয়াদুদ ও জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজুসহ ১০জন উর্ধতন কর্মকর্তাকে হুমকি দেয়া হয়। জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে ফোনে চাঁদা দাবি করে তাঁকে গুলি করার হুমকি দেয়া হয়। এতে দুজন ব্যক্তি জড়িত বলে তিনি দাবি করেন। তাঁকে ছাড়াও আরও ১০ জনকে একই ধরনের হুমকি দেয়া হয়। হুমকিদাতা ০১৯৯১৭৬০৭১৭ এই নম্বর থেকে ফোন করে। হুমকিদাতাদের একজন নিজেকে পেটকাটা বাবু ও অপরজন নিজেকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বলে দাবি করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে বলে জানান জনসংযোগ পরিচালক।