৩ কোটি বাংলাদেশি এখনও ৩ বেলা খেতে পায় না – বার্নিকাট
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫
ঢাকা:বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশ গত দুই দশকে নাগরিকদের সুবিধার জন্য প্রাকৃতিক সম্পদ উন্নয়নে অসাধারণ অগ্রগতি করেছে। তবে চরম দারিদ্র্যের মধ্যে এখনো বাংলাদেশের তিন কোটি মানুষ বসবাস করে এবং বেশিরভাগই সময়েই তারা তিন বেলা খাবার অথবা পুষ্টিকর খাবার পায় না।
তিনি বলেন, দুর্বল ওই পরিবারগুলো শিক্ষা বা স্বাস্থ্যসেবার সুযোগ পায় না, উল্টো লগ্নি ব্যবসায়ী এবং ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমির ক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দ্বারা ক্ষতির ঝুঁকিতে থাকে। বুধবার সকালে ‘ইউএসএআইডির বাংলাদেশের উপকূলীয় মৎস্য সম্পদ বৃদ্ধি’ শীর্ষক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন !