ঋণ চুকানোর জন্য স্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫
ভারতের মধ্যপ্রদেশে ঋণের ভারে জর্জরিত এক ব্যাক্তি ঋণের বিনিময়ে নিজ স্ত্রীকে ভোগ করতে দিয়েছে পাওনাদারকে। পরে তার স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানালে তাকে ও পাওনাদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
বুধবার স্থানীয় পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট ভারত কিরর বলেন, ওই নারীর স্বামী রাজা প্রায়ই হাকিম নামে এক ব্যাক্তির কাছে টাকা ধার নিত। এভাবে প্রচুর পরিমাণ অর্থ ঋণ করে ফেলে রাজা। ওই অর্থ ফেরত দিতে না পেরে, হাকিমের সঙ্গে একটি চুক্তিতে আসে রাজা। চুক্তি অনুযায়ী সব পাওনার বিনিময়ে, হাকিমকে নিজের স্ত্রী ভোগ করতে দেয় রাজা। হাকিমের দ্বারা ধর্ষিত হয়ে রাজার স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানায়। এরপর রাজা ও হাকিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের উভয়ের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।