নিজেকে বদলাতে মরিয়া সানি
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
সানি লিওন। পর্ন ক্যারিয়ার ছেড়ে বলিউড দুনিয়ায় পা রেখেছেন বছর কয়েক আগে। এরই মধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সানি। স্ব-অভিনয়শৈলী দিয়ে দর্শকও মাতিয়েছেন তিনি। তবে বলি দুনিয়ায় এসে খুব একটা স্বস্তিতে নেই সানি। যতই ভাল কাজ করছেন পর্ন তারকার তকমা যেন তার পিছু ছাড়ছে না। নিন্দুকের সমালোচনার পাত্রী হচ্ছেন বারবার। তাদের দাবি সানি তার ছবিতে যৌনতা ছড়াচ্ছেন। আর সেটা সামাজিক মূল্যবোধে খারাপ প্রভাব পড়ছে। শুধু তাই নয়, এরই মধ্যে পুলিশের খাতায়ও নাম উঠেছে একাধিকবার। সুশীল সমাজের কেউ কেউ সানির বিরুদ্ধে মামলা করেছেন। তবে এসবকে খুব একটা তোয়াক্কা না করে সাবলীলভাবেই পথ চলছেন তিনি। তবে নিজেকে বদলানোর চেষ্টাও কম করছেন না সাবেক এই পর্নস্টার। ইদানীং পোশাক আশাকেও বেশ পরিবর্তন নিয়ে এসেছেন সানি। আগে যেখানে যত্রতত্র স্বল্প পোশাকে ঘুরে বেড়াতেন এখন সেখান থেকে বেরিয়ে এসেছেন তিনি। তারই একটি প্রমাণ মিলেছেন মার্কিন মুলুকে ‘পেটা’র একটি অনুষ্ঠানে। সেখানে সানি একটি লং গাউন পরে উপস্থিত হন। ডিজাইনার অর্চনা কোচারের তৈরিকৃত সে পোশাকে সানিকে দেখে বলিউডের অনেকেই খানিকটা অবাক হয়েছেন। অনেকে বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আর বলছেন সানি নিজেকে বদলে ফেলছেন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে তিনি খুব শিগগিরই সামলোচনা থেকে আলোচনার পাত্রী হয়ে উঠবেন বলেই প্রত্যাশা করছেন সবাই।