‘এমপি লিটনকে গ্রেফতারের দাবি জানাচ্ছে বিএনপি’
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
গাইবান্দার সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপত্র আসাদুজ্জামান রিপন এ সব দাবি জানান।
রিপন বলেন, ‘সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছে আমাদের দল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।