হজে নিহত ১০৪ জনের দেহ ইরানে পৌঁছেছে
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
হজে পদদলিত হয়ে ইরানের নিহত ১০৪ জনের দেহ সৌদি আরব থেকে তেহরানে পৌছেছে। ইরান দাবি করছে তাদের ৪৬৪ জন নাগরিক এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর হজের আনুষ্ঠানিকতা পালনের সময়ে মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। সৌদি আরব এই দুর্ঘটনায় নিহতর সংখ্যা ৭৬৯ জন দাবি করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী কমপক্ষে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেচ্ছ। এই দুর্ঘটনায় ৩৪ টি দেশের নাগরিক নিহত হয়েছে এবং বিবিসির হিসেব অনুযায়ী সংখ্যাটা ১২১৬।
দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ গ্রহণ করার সময়ে দেওয়া বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, এই দুর্যোগের সময়ে আমাদের ভাষা ছিল ভাতৃত্বের ও সম্মানের। প্রয়োজন অনুযায়ী আমরা কূটনৈতিক ভাষা ব্যবহার করেছি এবং প্রয়োজন হলে ইরান শক্তির ভাষাও ব্যবহার করবে।
ইরান এই দুর্ঘটনার জন্য সৌদি কর্তৃপক্ষর অব্যবস্থাপনাকে দায়ী করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সৌদি আরবকে এই দুর্ঘটনার জন্য ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন।