কুন্দুজে হাসপাতালে মার্কিন বিমান হামলা: নিহত ১৬
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
তালেবানের দখলে যাওয়া আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি হাসপাতালে শনিবার মার্কিন বিমানগুলো বোমা বর্ষণ করেছে। এতে হাসপাতাল ভবন বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালটির ওপর বোমা বর্ষণ করা হয়। খবর- রয়টার্সের।
২০০১ সালে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতো আফগানিস্তানের কোন প্রধান শহর তালেবান জঙ্গিদের দখলে এসেছে। একে বর্তমান আফগান সরকারের বড় ব্যর্থতা বলে মনে করা হচ্ছে।
দাতব্য চিকিৎসা সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালটি পরিচালনা করছিল। শুক্রবার দিবাগত রাত ২ টায় হামলার পর থেকে ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে এমএসএফ। হাসপাতালটিতে তখন ১০৫ জন রোগী ছিলেন। টেলিগ্রাফ অনলাইনের খবরে জানানো হয়েছে, মার্কিন বিমান বাহিনী এই হামলা চালায়।
এ বিষয়ে এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের বাহিনীগুলো কুন্দুজ শহরে হুমকির মুখে পড়ে রাত সোয়া ২টায় (স্থানীয় সময়) বিমান হামলা চালায়। এতে নিকটবর্তী একটি চিকিৎসা স্থাপনার অনিচ্ছাকৃত ক্ষতি হয়ে থাকতে পারে।’
কুন্দুজের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। তালেবান জঙ্গিরা সোমবার আফগানিস্তানের এই উত্তরাঞ্চলীয় নগরীতে ঢুকে পড়ার পর লড়াই শুরু হয়। শহরটির বিমানবন্দর ছাড়া আর সব এলাকাই তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে।