পুনর্গঠন প্রক্রিয়ায় এইচপি’র ৩০,০০০ কর্মী চাকরি হারাবেন
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫
ইলেক্ট্রনিক জায়ান্ট হিউলেট-প্যাকার্ড (এইচপি)-এর পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফের বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কৃচ্ছ্র সাধনের পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে কর্মরত আরও ৩০ হাজার কর্মী চাকরি হারাচ্ছেন। এ পদক্ষেপের ফলে এইচপির বার্ষিক ব্যয় ২০০ কোটি ডলার কমিয়ে আনা সম্ভব হবে। ব্যয় হ্রাসের পদক্ষেপ হিসেবে এর আগেও এইচপির বহু কর্মী চাকরিচ্যুত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এইচপি এন্টারপ্রাইজে কর্মী সংখ্যা ২ লাখ ৫২ হাজার। সে হিসেবে চাকরি হারাচ্ছেন ১০ থেকে ১২ শতাংশ কর্মী। গতকাল এ পদক্ষেপের ঘোষণা দেয়া হয়। নবগঠিত হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ আগামী মাসের শেষ নাগাদ এ পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে।