পুনর্গঠিত বৈষম্য দূরীকরণ কমিটির প্রধান অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫
‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করে আবারো এর প্রধান করা হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর বেতন বৈষম্য পর্যালোচনা করে সুপারিশ দিতে এ কমিটির পূণর্গঠণ করা হয়। যদিও আন্দোলনরত শিক্ষকরা এই কমিটি থেকে অর্থমন্ত্রীকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বাধীন পুনর্গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে থাকবেন শিল্প, বাণিজ্য, আইন ও শিক্ষা মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে ২০১৪ সালের ২৪ এপ্রিল সরকার যে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছিল, তাতে তথ্য ও শিক্ষা মন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে সদস্য করা হয়েছিল।