বৃটেনে মুসলিম বিদ্বেষী অপরাধ রেকর্ড উচ্চতায়: জরিপ
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫
দেশ ডেস্ক:: বৃটেনে মুসলিম বিদ্বেষ অপরাধ গত বছর রেকর্ড মাত্রায় বেড়েছে। দেশটির মুসলিম বিদ্বেষী অপরাধ পর্যবেক্ষণকারী সংস্থা টেল মামা এই তথ্য দিয়েছে। গত এক বছরে মুসলিম বিদ্বেষের প্রায় ৬ হাজার ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। যা দুই বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। এক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষদের বেশি লক্ষ্যবস্তু করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় টেল মামা। এটি স্বেচ্ছাসেবী একটি সংস্থা। এর প্রধান ইমান আত্তা বলেছেন, বৃটেনে মুসলিমদের জন্য এখন সবচেয়ে বিপজ্জনক সময়।
সংস্থাটি তাদের রিপোর্টে বলেছে, হামাস-ইসরাইল সংঘাতের পর ‘মুসলিমদের সন্ত্রাসী’ হিসেবে চিত্রিত করার মতো মিথ্যা মনোভাব আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তবে সংস্থাটির এই ফলাফলে উদ্বেগ জানিয়েছে বৃটেন সরকারের এক মুখপাত্র। তিনি বলেছেন, যেখানেই মুসলিম-বিরোধী ঘৃণা এবং বর্ণবাদ ঘটুক তা নির্মূল করার চেষ্টা করা হবে।
২০২৪ সালে মোট ৬ হাজার ৩১৩টি মুসলিম বিদ্বেষের ঘটনা রেকর্ড করেছে টেল মামা। যা আগের বছরের তুলনায় ৪৩ শতাংশ বেশি। এসব ঘটনার অন্তত ৫ হাজার ৮৩৭টি যাচাই করেছে সংস্থাটি। মুসলিম বিদ্বেষী অপরাধ পর্যবেক্ষণের ক্ষেত্রে শীর্ষস্থানীয় সংস্থা হিসেবে নিজেদের বর্ণনা করে টেল মামা বলেছে, তারা এসব ঘটনা অফলাইনে নথিভুক্ত করেছে। যেখানে ৩ হাজার ৬৮০টি ঘটনার প্রতিবেদন রেকর্ড করা হয়েছে। দুই বছর আগের তুলনায় এ সংখ্যাটিও প্রায় ৭২ শতাংশ বেশি।
এ বিষয়ে ইমান আত্তা বলেছেন, মুসলিম বিদ্বেষী ঘৃণার এই বৃদ্ধি অগ্রহণযোগ্য এবং ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। ২০১২ সালে কাজ শুরুর পর থেকে আমরা এবারই সবচেয়ে বেশিসংখ্যক অভিযোগ পেয়েছি।