ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোরে নতুন ও আধুনিক শিক্ষণ ল্যাব উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫
টাওয়ার হ্যামলেটস বারার ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোরে তিনটি নতুন, অত্যাধুনিক শিক্ষণ ল্যাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই ল্যাবগুলো প্রশস্ত এবং আরামদায়ক, যেগুলোতে শব্দ কমানোর ব্যবস্থা, হাইব্রিড কনফারেন্সের জন্য অত্যাধুনিক স্মার্ট বোর্ড এবং সম্পূর্ণ ইন্টারনেট অ্যাক্সেস সহ উচ্চ প্রযুক্তি সম্বলিত সুবিধাসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।
গত ৮ জানুয়ারি বুধবার টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার এই শিক্ষা ল্যাবগুলো উদ্বোধন করেন। নতুন এই ল্যাবগুলো প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন শিক্ষাক্রম পরিচালনা করতে ব্যবহার করা হবে, যার মধ্যে রয়েছে পঞ্চাশোর্ধদের জন্য নানা কার্যক্রম, মহিলাদের গ্রুপ কার্যক্রম ও ইংরেজি ভাষা (ইসল) কোর্স। এছাড়া, এগুলো ওয়ার্কপাথ সার্ভিসের কর্মী ও সেবা গ্রহীতাদের জন্যও ব্যবহৃত হবে।
টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং এডুকেশন, ইয়ূথ এন্ড লাইফলং লার্নিং বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মাইউম তালুকদার বলেন, “আমরা আমাদের আইডিয়া স্টোর গুলোর উন্নয়নে বিনিয়োগ চালিয়ে যেতে পেরে আনন্দিত, যা স্থানীয় জনগণের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে। এই তিনটি নতুন অত্যাধুনিক শিক্ষণ ল্যাবের মাধ্যমে, ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোর এখন অন্যান্য আইডিয়া স্টোরের সমপর্যায়ে এসেছে এবং এখানে প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষাক্রমসহ অন্যান্য পরামর্শ ও সহায়তা সেবা প্রদান করা সম্ভব হবে।”
এই ল্যাবগুলো নিয়মিত কার্যক্রম যেমন বই আলোচনা গ্রুপ, ৫০ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিশেষ কর্মসূচি, মহিলাদের গ্রুপ এবং কথোপকথন ক্লাবের জন্যও ব্যবহার করা হবে।
শ্যাডওয়েল উইমেনস গ্রুপের সদস্যরা, যারা সাপ্তাহিক কথোপকথন ক্লাব আয়োজন এবং সামাজিক ও ব্যবহারিক সহায়তা নিতে আইডিয়া স্টোরে মিলিত হন, তারা এই উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শ্যাডওয়েল উইমেনস গ্রুপের চেয়ার রেহনুমা হাশিম বলেন, “নতুন জায়গাগুলো চমৎকার। এগুলো আমাদের আরও বেশি কার্যক্রম, যেমন ব্যায়ামের ক্লাস, ক্যারিয়ার প্রশিক্ষণ এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমের জন্য জায়গা এবং গোপনীয়তা দেবে। নারীরা নতুন এই সুবিধাগুলো দেখে মুগ্ধ এবং এগুলো ব্যবহার করতে আগ্রহী, বিশেষ করে কর্মসংস্থানের সুযোগ অন্বেষণে।”
সেকশন ১০৬—এর তহবিলের অর্থে নির্মিত হয়েছে এই শিক্ষা ল্যাবগুলো। সেকশন—১০৬ হচ্ছে উন্নয়ন প্রকল্প অর্থাৎ ডেভেলপমেন্ট প্ল্যানিং পারমিশন প্রদানের মাধ্যমে কাউন্সিল কর্তৃক সংগৃহীত তহবিল, যা স্থানীয় এলাকার উন্নয়নে বিনিয়োগ করা হয় এবং এটি নতুন স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, পার্কের উন্নয়ন বা সাশ্রয়ী মূল্যের আবাসনের মতো প্রকল্পে ব্যবহার করা যেতে পারে।
সবচেয়ে বড় শিক্ষা ল্যাবটি ৫০ জন পর্যন্ত লোকের জন্য উপযোগী এবং এটি উচ্চ রেজুলেশনের প্রজেকশন সুবিধাসহ চলচ্চিত্র প্রদর্শনের জন্য ব্যবহার করা যাবে। বাকি দুইটি ল্যাবের প্রতিটিতে ২০ জন পর্যন্ত লোক বসতে পারবে। এই শিক্ষা ল্যাবগুলো টিএইচ ভেন্যু’র মাধ্যমে ভাড়ায় নেওয়া যাবে, যা আইডিয়া স্টোর সার্ভিস টেকসই রাখতে সহায়তা করবে। সংবাদ বিজ্ঞপ্তি