লন্ডনে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। গত ১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে, খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম-যুক্তরাজ্য এর উদ্যোগে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
এতে সাবেক ছাত্র নেতা পারভেজ মল্লিকের সভাপতিত্বে ও শেখ নাসির ও মো:আমিনুল হাসান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, তারেক বীন আজিজ, নজরুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আব্দুর রহিম উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মারুফ গিয়াস বাপ্পী,শামীম ইকবাল খান, এ বি এম মাসুদুল আলম, নাহিদ রানা,আল আমীন রিজভী,এনাম আজগর, মোস্তাক মোহাম্মদ শাওন,বাবর চৌধুরী,আফছার উদ্দীন,শামীম, তৈমুজ আলী,শাহীদুল ইসলাম, গোলাম জাকারিয়া, সাইদুর রহমান, অহেদুর জামান প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা বাইজিদ হোসাইন। নেতৃবৃন্দ তাদের আলোচনায় মরহুম তরিকুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করেন। তারা বলেন, ১৯৬৪ শিক্ষাবর্ষে তরিকুল ইসলাম সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজ এর ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলন করে ৯ মাস কারাভোগ করেছিলেন। তিনি ১৯৭০ সালে আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেছিলেন। ১৯৭১ তিনি সক্রিয় ভাবে মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। তিনি একজন মুক্তি যোদ্ধা ছিলেন। তিনি ১৯৭৩ সালে যশোর পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।এবং ১৯৭৮ সালে উক্ত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বিএনপির যশোর জিলা শাখার প্রতিষ্ঠাকালীন আহবায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে হাত দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছিলেন। তিনি বিএনপির প্রথম আহবায়ক কমিটির ৭৬ সদস্যের অন্যতম সদস্য ছিলেন।
১৯৭৮ সালে তিনি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিএনপির যুগ্মসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি যশোর থেকে ৪ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন এবং বাংলাদেশের ৫টি বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে ছিলেন। তিনি একজন সাংবাদিক ছিলেন এবং দৈনিক লোক সমাজ পত্রিকার প্রকাশক। সংবাদ বিজ্ঞপ্তি