বড়লেখায় ইউএনও ও এসিল্যান্ডকে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের বদলিজনিত বিদায় উপলক্ষে শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী রহ. শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। প্রশাসনিক কাজের পাশাপাশি শিক্ষা সেবায় অনন্য অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার ইউএনওর কার্যালয়ে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
একই সেই সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ারকেও ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতা এম.এম আতিকুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ- কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, সদস্য মীর শামীমুর রহমান, মোহাম্মদ আবুল হোসাইন ও ধারাভাষ্যকার আক্তার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ইউএনও নাজরাতুন নাঈম সরকারি নির্দেশনায় বদলি হয়ে গাজীপুরের ইউএনও হিসেবে যোগদান করতে বিদায় নিয়েছেন। একই সাথে নবাগত ইউএনও হিসেবে মন্ত্রণালয় থেকে আগত অফিসার তাহমিনা আক্তার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।
নবাগত ইউএনও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় সংকল্প ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় শিক্ষা সেবা ফাউন্ডেশন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ নবাগত ইউএনও তাহমিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি