লন্ডনে উলামা সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৪
লন্ডনে উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির গুরুত্ব সম্পর্কে তাৎপর্যপূর্ণ এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১৯ অক্টোবর শনিবার ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন আলখায়ের কনফারেন্স রুমে সমাবেশের আয়োজন করা হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম অংশ গ্রহণ করেন।
আলখায়ের ফাউন্ডেশন ও ইকরা বাংলা টিভির যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন লাহোর বাদশাহী মসজিদের ইমাম ও খতিব, পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান মাওলানা সৈয়দ আবদুল খাবীর আযাদ।
সভায় সভাপতিত্ব করেন ইকরা টিভি গ্রুপের চেয়ারম্যান ইমাম কাসিম রশীদ আহমদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইকরা বাংলা টিভির অন্যতম উপস্থাপক মাওলানা আবদুল বাসিত ও মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
সভায় প্রধান অতিথির পরিচিতি ও ঐক্যের প্রয়োজন শীর্ষক আলোচ্যসূচির গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনা পেশ করেন মুফতি আবদুল মুনতাকিম। সভায় বর্তমান পরিস্থিতিতে ঐক্যের রূপরেখা নিয়ে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইকরা বাংলা টিভির নিয়মিত আলোচক শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুর রহমান, ইষ্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শায়খ আবদুল কাইয়ূম, উর্দুভাষী বিশিষ্ট খতীব মাওলানা মুনাওয়ার আহমদ মাহমুদী, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, শায়খ ইমদাদুর রহমান আল মাদানী, মাওলানা ফয়েজ আহমদ প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা সৈয়দ আবদুল খাবীর আযাদ তাঁর স্বারগর্ভ বক্তব্যে বলেন, সমগ্র মানবজাতির মধ্যে ঐক্য, সংহতি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থানের বৈশ্বিক প্রয়োজনে আজ পৃথিবীজুড়ে আন্তঃধর্মীয় শান্তি সংলাপ এবং দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশ সৃষ্টির বড় বেশি প্রয়োজন। বিভিন্ন মছলক, মতাদর্শ ও চিন্তাবৃত্তিক সিলসিলার অস্তিত্ব মুসলিম সমাজে থাকতেই পারে। কিন্তু এসব সত্বেও বৃহত্তর স্বার্থে ঐক্যের পরিবেশ অক্ষুন্ন রাখার প্রয়োজন সর্বজনবিদিত একটি বাস্তব প্রয়োজন। আজ সারা দুনিয়াতে মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত এবং নিষ্পেষিত হওয়ার পেছনে এই অনৈক্যই মূল দায়ী।
ইমাম কাসিম রশিদ আহমদ তাঁর বক্তব্যে বলেন, সহিংসতা, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা এবং অশান্তির হাত থেকে দেশ ও জাতিকে রক্ষার ক্ষেত্রে মাওলানা সৈয়দ আব্দুল খাবীর আজাদ সাহেবের ঐক্য প্রয়াস আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। একই ধারাবাহিকতায় পশ্চিমা বিশ্বে ঐক্য প্রয়াস অব্যাহত রাখার প্রয়োজন আমরা তীব্রভাবে অনুভব করি।
ইস্ট লন্ডন মসজিদের পেশ ইমাম খতিব শায়খ আব্দুল কাইয়ূম তাঁর বক্তব্যে প্রধান অতিথিকে তার মিশন নিয়ে ইউকেতে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার পরিদর্শনের জন্য অতিথিকে বিশেষভাবে আমন্ত্রণ জানান। পরিশেষে শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান মনোহরপুরীর বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাবেশ সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি