গলমুকাপন জামে মসজিদের নতুন বিল্ডিং নির্মাণ প্রকল্প নিয়ে লুটনে সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৪
যুক্তরাজ্যের লুটনে গলমুকাপন জামে মসজিদের নতুন বিল্ডিং নির্মাণ প্রকল্প নিয়ে গ্রামের সকল প্রবাসীদের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গলমুকাপন জামে মসজিদ এবং ঈদগা ডেভেলপমেন্ট গ্রুপের উদ্যোগে গত ১৬ সেপ্টেম্বর সোমবার বিকেল দুইটায় লুটনের উইলটন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে প্রকল্পের সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী হাজি তহুর মিয়া স্বাগত বক্তব্যে রাখেন। তিনি তার বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যন্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, প্রবাসী হাজী আতার মিয়া, লুৎফুর রহমান, শামীম আহমেদ খোকন,আব্দুল হামিদ নাছার, দানা মিয়া, ফয়জুর রহমান, মুফতি মাওলানা মছরুর আহমেদ বুরহান, জুমেল আহমেদ, মুজাক্কির আহমেদ, জাকের আহমেদ, মুফাসসির আহমদ প্রমুখ।
এসময় ব্রিটেনে বসবাসরত সকল জেলাতে প্রকল্প বাস্তবায়নে হোয়াটস্যাপ গ্রুপে এডমিন নিয়োগ দেওয়া হয়। এডমিনরা হলেন, টডমর্ডান এবং রস্টেল থেকে মুহাম্মদ দিলশাদ মিয়া, ওল্ডহাম থেকে হাজী আছিম আলী, লন্ডন থেকে মাওলানা মনির আহমেদ, মোতাহির আহমদ, মুজাক্কির আহমেদ, বদরুল আহমেদ, মিনহাজুর রহমান মিলাদ। নিউক্যাসেল থেকে মাহমদ আলী (সাবেক চেয়ারম্যান), আজাদ মিয়া। শেফিল্ড থেকে হাজী আনহার উল্লা, মোঃ সজ্জাদ মিয়া, শাহিনুর রহমান, সন্তল আহমদ সুজন, লুটন থেকে হাজী আতার মিয়া, লুৎফুর রহমান, মাওলানা মুফতি মাসরুর আহমদ বোরহান, ইসকান্তপ থেকে হাফিজ মাওলানা আমিনুর রহমান, হোল থেকে নজরুল মিয়া, কার্ডিফ এবং নিউপোর্ট থেকে শামিমুর রহমান, গলমুকাপন জামে মসজিদের সেক্রেটারি মাওলানা শামীম আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি