বন্যার্ত মানুষের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে নন্দন আর্টসের বাংলা ফেস্টিভ্যাল রোববার
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে নন্দন আর্টস আয়োজন করছে লন্ডন বাংলা ফেস্টিভ্যাল। আগামী ৮ সেপ্টেম্বর রোববার লন্ডনের দ্যা অট্রিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
গত বুধবার পূর্ব লন্ডনের একটি ভ্যেনুতে নন্দন আর্টসের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্যসহ শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন।
এতে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নন্দন আর্টসের অন্যতম পরিচালক রাজীব দাস, সাংবাদিক ও লেখক বুলবুল হাসান, টিএনটি কনসালটেন্সির পরিচালক ইফতি আহমেদ।