খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ পাহারা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৪
দেশ ডেস্ক:: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বাসভবনের নিরাপত্তায় এবার পুলিশ পাহারার ব্যবস্থা করছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) দেওয়া নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনয় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমানে অবস্থানকালীন, গুলশানস্থ বাসভবন ও চলাচলের জন্য পুলিশ এসকর্ট বরাদ্দসহ উপযুক্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। ৬ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।