খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৪
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে ঈদ পরবর্তী মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ এপ্রিল রবিবার বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সহ সভাপতি মাওলানা মুহিউদ্দীন খানের সভাপতিত্বে ও সহসাধারন হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী। সভায় লন্ডন মহানগর শাখার সহ সভাপতি মাওলানা শামছুল হুদা সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, রমজান মাসের নেক আমলের অভ্যাসকে ধরে রেখে বাকি এগারো মাস আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। নেক আমল করার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রিয় নেক বন্দা হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি