সিলেটে পথশিশু স্কুলের ১৫০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী প্রদানে ‘রিয়া’র ২৪ ঘণ্টার ননস্টপ সাইক্লিং চ্যালেঞ্জ
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৩
লন্ডন, ২৬ অক্টোবর ২০২৩: সিলেটে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত স্কুলে শিক্ষাসামগ্রী উপহার দিতে ফান্ডরেইজ করছে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার কোম্পানী ‘রিয়া’ । জমজম চ্যারিটি সংস্থার মাধ্যমে এই শিক্ষাসামগ্রী প্রদান করা হবে।
প্রায় ১৫০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী প্রদানের লক্ষ্যে ২৪০০ পাউন্ড ফান্ডরেইজ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ‘রিয়া’। ফান্ডরইজিংয়ের জন্য তারা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। ২৫ অক্টোবর বুধবার সকাল ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা রিয়ার কর্মকর্তারা কোম্পানীর লন্ডনের বেকার স্ট্রিটস্থ প্রধান কার্যালয়ের একটি রুমে বিরতিহীনভাবে সাইকেল রাইড করছেন । ২৪ ঘণ্টার নন-স্টপ সাইকেল রাইডিংয়ে অংশ গ্রহণ করছেন ৩০ জন স্টাফ । তারা পালাক্রমে সাইকেল চালাবেন।
ফান্ডরেইজিংয়ের লক্ষ্যে খোলা হয়েছে জাস্ট গিভিং পেইজ। এই পেইজ https://www.justgiving.com/page/riaschoolbag ভিজিট পথশিশুদের জন্য দান করতে রিয়ার সকল স্টাফ, এজেন্ট, কাস্টমার, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীসহ কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন কোম্পানীর ইউকে এন্ড আয়াল্যান্ডের কান্ট্রি ম্যানেজার হোসে ইভার্স লেপেজ। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এই ফান্ডরেইজিংয়ের উদ্যোগ গ্রহণ করেছি। যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির মানুষ রিয়ার মাধ্যমে তাঁদের প্রিয়জনের কাছে রেমিটেন্স পাঠিয়ে থাকেন । এখানকার কমিউনিটিতে যেহেতু সিলেট অঞ্চলের প্রবাসীর সংখ্যা বেশি, তাই আমরা সিলেটকেই আপাতত চ্যারিটি কাজের জন্য বেছে নিয়েছি । জমজম চ্যারিটির মাধ্যমে আমরা সিলেটের বিভিন্ন পথশিশু স্কুলে ১৫০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী প্রদান করবো । এই চ্যারিটি কার্যক্রম অব্যাহত থাকবে । ভবিষ্যতে আমরা বাংলাদেশের অন্যান্য জেলায়ও চ্যারিটি কার্যক্রম পরিচালনা করতে পারবো বলে আশা করছি । চ্যারিটি কার্যক্রমের মাধ্যমে রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশী কমিউনিটির মানুষের পাশে থাকতে চায়।
‘জমজম’ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা রিয়ার মতো একটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানীর সাথে কাজ করার সুযোগ পেয়ে খুবই আনন্দিত। রিয়ার শিক্ষাসামগ্রী আমাদের পরিচালিত পথ শিশু স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ায় অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদী। আমরা আশাকরি, রিয়া তাদের এই চ্যারিটি কার্যক্রম ভবিষ্যতেও আব্যাহত রাখবে।
উল্লেখ্য, নন-স্টপ সাইক্লিং চ্যালেঞ্জ ফান্ডরেইজিং কার্যক্রমের সার্বিক তত্তাবধানে রয়েছেন ‘রিয়া’র ফিল্ড সাপোর্ট ম্যানেজার তানভির আলম, রিটেইল ম্যানেজার আদম লিয়ান্দ, মার্কেটিং এক্সিকিউটিভ নাচো নিয়াতো ও রিটেইল এরিয়া ম্যানেজার ভিয়ানা মন্তয়াসহ অন্যান্য কর্মকতারা। চলতি বছরের নভেম্বরে রিয়ার একজন প্রতিনিধি সিলেটে যাবেন এবং পথশিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেবেন। এই চ্যারিটি কার্যক্রমে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যুক্তরাজ্যের সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র ‘সাপ্তাহিক দেশ’।