চ্যানেল এস এর ফাউন্ডার মাহি জলিলের মায়ের ইন্তেকাল : মৌলভীবাজারে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৩
মৌলভীবাজার সদরের বর্ষিজোড়া গ্রামে মাহি ফেরদৌস জলিলের পৈত্রিক নিবাস থেকে জানাজার উদ্দেশ্যে শববাহী কফিন নিয়ে যাওয়া হচ্ছে । ছবি: সাংবাদিক ইব্রাহিম খলিলের ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ রইছ মিয়ার সহধর্মিনী ও চ্যানেল এস টিভির ফাউন্ডার মাহী ফেরদৌস জলিলের মাতা ছায়া খানম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব পাহাড় বর্ষিজোড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমা ছায়া খানম স্বামী মোহাম্মদ রইছ মিয়া, ছেলে মাহি ফেরদৌস জলিল, আব্দুল হক ও সামসুল হকসহ চার ছেলে, দুই মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন ।
জনাব মাহি ফেরদৌস জলিলের পিতা-মাতা ওয়েস্ট লন্ডনের মেইডা ভেইল এলাকায় বসবাস করতেন । প্রতি বছর শীতকাল এলে তাঁরা হলিডে কাটাতে গ্রামের বাড়িতে চলে যেতেন। এবারও শীতকালের শুরুতে তাঁরা গ্রামের বাড়িতে চলে যান । মার্চের মাঝামাঝি সময়ে তাঁদের যুক্তরাজ্যে ফেরার কথা ছিলো। কিন্তু আকস্মিকভাবে মরহুমা ছায়া বেগম অসুস্থ হয়ে পড়ায় লন্ডন ফেরা হয়নি। এরই মধ্যে তিনি পরপারে বিদায় নেন।
এদিকে মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে মাহি ফেরদৌস জলিল তাঁর ছোট ভাই আব্দুল হক ও শামসুল হক এবং চাচাতো ভাই আহাদ আহমদকে সঙ্গে নিয়ে মানচেস্টার এয়ারপোর্ট থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন । বুধবার বাড়িতে পৌছে মায়ের অন্তিম শয়ানে কিছু সময় কাটান । তখন সেখানে এক বেদনাবিদুর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার বাদ বাছর পাহাড় বর্ষিজোড়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় । মরহুমার রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন বড় ছেলে মাহি ফেরদৌস জলিল।
ছায়া খানমের মৃত্যুতে চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি, ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী, হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান, হেড অব নিউজ কামাল মেহেদী, সাবেক চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়েরসহ গোটা চ্যানেল এস পরিবার গভীর শোক করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। কমিউনিটির বিশিষ্টজন শোক প্রকাশ করেছেন। ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক দেশ সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসে সমাসীন করেন। এই কঠিন সময়ে যেন আল্লাহ তায়ালা পরিবার পরিজনকে ধর্য্যধরার শক্তি দান করেন।