সফলতার গল্প মানুষকে সফল হতে অনুপ্রেরণা যোগায়: ‘ছেঁড়া তমসুক’ গ্রন্থের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৯
দেশ ডেস্ক, ২৫ অক্টোবর: যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির অন্যতম ১১০ জন সফল ব্যক্তির জীবন কাহিনী নিয়ে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক লেখক কলামিস্ট খসরু নোমান রচিত ‘ছেঁড়া তমসুক’ গ্রন্থের আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের সোনারগাঁ রেস্টুরেন্টে ‘ছেঁড়া তমসুক’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী। মিডিয়া ব্যক্তিত্ব রেডিও প্রেজেন্টার মিছবাহ জামালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট ও লেখক শাহগির বখত ফারুক, লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, বাংলাদেশ থেকে আগত নবীগঞ্জ ও বাহুবলের সাবেক এমপি মুনীম চৌধুরী বাবু ও এডিশন্যাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান, বিশিষ্ট সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ খোয়াজ আলী খান।
‘ছেঁড়া তমসুক’ গ্রন্থের ওপর মূল ভূমিকা পাঠ করেন শিল্পকলা একাডেমী লন্ডনের প্রিন্সিপাল সঙ্গীত শিল্পী ডা. শম্পা দেওয়ান। এ সময় গ্রন্থ প্রকাশনার ক্ষেত্রে নতুন দিন এর মূল কেন্দ্রস্থল ছিলো বলে উল্লেখ করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য পলি রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সফলতার গল্প মানুষকে সফল হতে অনুপ্রেরণা যোগায়। ছেঁড়া তমসুক গ্রন্থে তুলে ধরা ১১০ সফল মানুষের জীবন কাহিনী নতুন প্রজন্মের বৃটিশ-বাঙালিদেরকে সফল হওয়ার পথে অনুপ্রেরণা যোগাবে। বক্তারা এই বইটির ইংরেজি সংস্করণ প্রকাশের আহবান জানিয়ে বলেন, ইংলিশ সংস্করণ প্রকাশ হলে ইংলিশভাষী তরুণ প্রজন্ম বইটি পড়তে পারবে। তাছাড়া বিলেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শতশত সফল মানুষের জীবন কাহিনী তুলে ধরার জন্য আরো একাধিক গ্রন্থ প্রকাশের জন্য লেখকের প্রতি আহবান জানানো হয়।
গ্রন্থের লেখক খসরু নোমান সংক্ষিপ্ত বক্তব্যে ‘ছেঁড়া তমসুক’ গ্রন্থের আত্মপ্রকাশ সম্পর্কে বলেন, ‘ছেঁড়া তমসুক’ ছাপার ক্ষেত্রে সর্বাত্মক উদ্যোগ নেন কবি আবদুল মুকিত মুখতার এবং প্রকাশের ব্যবস্থা করেন মিছবাহ জামাল। তাদেরই প্রচেষ্টায় বইটি প্রকাশের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ান প্রধান পৃষ্ঠপোষক বিসিএ -এর সাবেক প্রেসিডেন্ট ও ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান মাহমাদুর রশীদ ও জয়েন্ট সেক্রেটারি এখলাছুর রহমান আলী।
অনুষ্ঠানে লেখক খসরু নোমান ও প্রকাশিকা আনজুমান আরা নোমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান পলি রহমান ও স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষে এম এ মতিন, নাহিদা মিছবাহ ও হালিম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ পৃষ্ঠপোষকদের মধ্যে যারা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহিব চৌধুরী, এম এ আহাদ, সৈয়দ কাইয়ুম কায়সার, কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম, মনজ্জির আলী, জামাল উদ্দিন মকদ্দুস, হেলাল খান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, এনায়েত খান, সাংবাদিক আবদুল কাদির মুরাদ, তোফায়েল আহমদ, সুজিয়া চৌধুরী, মুহাম্মদ ইছবাহ উদ্দিন, শাহ সুফি সুহেল, আজিজ চৌধুরী, আবুল লেইছ, টিভি ক্যামেরা পার্সন ফজলুল হক ফজলু, রেজাউল করীম মৃধা, তানভির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই অটোগ্রাফসহ লেখকের কাছ থেকে বই সংগ্রহ করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডা. শম্পা দেওয়ান, পরশ মনি ও জীবন। সাউন্ডে সার্বিক সহযোগিতায় ছিলেন সামছুল জাকি স্বপন। শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি
‘ছেঁড়া তমসুক’ গ্রন্থের প্রাপ্তিস্থান আল-ফুরকান বুক শপ ১০২ হোয়াইটচ্যাপেল রোডইস্ট লন্ডন