‘আলোকিত কৃতীজন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান, গুণীজনের কদরই পারে মানুষকে মহৎ কর্মে উৎসাহিত করতে
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৮
দেশ ডেস্ক: বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ ছোটন এ জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত গ্রন্থ আলোকিত কৃতীজনের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সমাজে গুণীজনের কদরই পারে নতুন করে গুণীজন তৈরি করতে, মানুষকে মহৎ কর্মে উৎসাহিত করতে।
১২ ফেব্রুয়ারি সোমবার পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে আয়োজিত এই প্রাণবন্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস-সামাদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, জনমত সম্পাদক নবাব উদ্দিন, বিসিএ’র সাবেক সভাপতি পাশা খন্দকার, চ্যানেল আই ইউরোপের রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব ও ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহনূর খান।
কমিউনিটি ব্যক্তিত্ব শাহগীর বখত ফারুকের সভাপতিত্বে ও সাঈম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি সংগঠক কেএম আবু তাহের চৌধুরী। মূল আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি মাহবুব রহমান। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আবুল হায়াত নূরুজ্জামান। অনুষ্ঠানে সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর লেখা পাঠ করে শোনান সাংস্কৃতিক সংগঠক স্মৃতি আজাদ। উপস্থিত সকলের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানান আবুল কালাম আজাদ ছোটন।
অনুষ্ঠানে আলোকিত কৃতীজন ছোটনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট, গেটওয়েক বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশন, দীঘলবাক ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবু মুসা হাসান, নজরুল ইসলাম বাসন, গবেষক ফারুক আহমদ, বিবিসিসিই’র ডাইরেক্টর ড. সানাওর চৌধুরী, সাপ্তাহিক জনমতের সহকারি সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের আবদুল কাইয়ূম, গেটওয়েক বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশন মঈনুল ইসলাম মামুন, বিবিসিএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনোয়ার আলী, বার্কিং বাংলাদেশি এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফয়জুর রহমান, কবি হাফসা ইসলাম, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেস এণ্ড পাবলিসিটি সেক্রেটারি শেখ শামীম আহমদ।
সভায় বক্তাদের কথা থেকে উঠে আসে বহু গুণে গুণান্বিত আবুল কালাম আজাদের কর্মময় জীবনের নানান দিক। বক্তারা তাঁকে একজন সাংবাদিক, লেখক, জীবনীকার কবি-উপন্যাসিক হিসেবে আখ্যায়িত করে বলেন, প্রতিটি শাখায় তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া বক্তারা তাকে সফল ব্যবসায়ী হিসেবে অভিহিত করে বলেন, অর্থ-বিত্তকে তিনি মানুষের কল্যাণে ব্যয় করেন। বিশেষ করে দেশের প্রতি, নিজের জন্মমাটির প্রতি, নিজের গ্রামের প্রতি তার রয়েছে অগাধ টান। আবুল কালাম আজাদ দেশ ছাড়লেও দেশ থাকে কখনো ছেড়ে যায়নি, অথবা দেশকে কখনো হাতছাড়া করেন নি তিনি।
বৃটেনের একজন সক্রিয় এবং সফল কমিউনিটি সংগঠক হিসেবেও আবুল কালাম আজাদকে চিত্রিত করেন অনেকে। পাশাপাশি আবুল কালাম আজাদ ছোটনের মানবিক দিকগুলো, মানুষের বিপদে এগিয়ে আসার ক্ষেত্রে তার যে অসাধারণ একটি গুণ রয়েছে, বক্তারা তাদের বক্তব্যে এসব কথাও তুলে ধরেন।