বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া এলাকাবাসীর সমাবেশ : অসুস্থ জাহিদুল ইসলামের চিকিৎসা সহায়তায় ১২ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৮
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি গ্রামের হৃদরোগে আক্রান্ত জাহিদুল ইসলামের চিকিৎসা সহায়তায় ১২ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া গেছে। গত ২২ জানুয়ারি সোমবার বিকেলে লন্ডন মুসলিম সেন্টারে এলাকার প্রবীণ মুববী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল মতিনের সভাপতিত্বে ও ব্যাবসায়ী মোসলেহ উদ্দিন নানজুর পরিচালনায় অনুষ্ঠিত এক ফান্ডরেইজিং ডিনারে প্রবাসী এলাকাবাসী এই অর্থ সাহায্যের প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের ইমাম হাফিজ মাওলানা আবুল হোসাইন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, সেক্রেটারি দেলওয়ার হোসাইন, বিসিএ’র প্রেস সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু, কমিউনিটি নেতা শাববীর আহমদ মাতাব, পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন ও মুহিত এ- কোঃ-এর স্বত্বাধিকারী অ্যাকাউন্টেন্ট মুহিত উদ্দিন মনজু।
শুরুতে স্বাগত বক্তব্যে অসুস্থ জাহিদুল ইসলামের বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইমাম মাওলানা আব্দুল মালিক মহসিন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম শাহীদ আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সেক্রেটারি সাদিকুর রহমান বকুল। বক্তারা অসুস্থ জাহিদুল ইসলামের সাহায্যে এগিয়ে আসতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে জাহিদুল ইসলামের পূর্ণ চিকিৎসার জন্য ১৫ হাজার পাউন্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে উপস্থিত প্রবাসীদের কাছ থেকে ১২ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়। বাকি ৩ হাজার পাউন্ডের জন্য সাহায্যের হাত বাড়িয়ে আসতে প্রবাসী বিয়ানীবাজারবাসীর প্রতি আহ্বান জানানো হয়। মোনাজাত শেষে নৈশভোজের মাধ্যমে ফান্ডরেইজিং ডিনারের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি