‘বাংলায় কুরআনে করিমের সহজ তরজমা’ গ্রন্থের প্রেস লঞ্চিং : কুরআনের ম্যাসেজ পাঠানোর প্রধান মাধ্যম সহজ তরজমা
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৭
লন্ডন, ৯ নভেম্বর: বিশিষ্ট আলেম শায়খ হাফেজ মাওলানা শফিকুর রহমান মাদানীর অনুবাদকৃত ‘বাংলা ভাষায় কুরআনে করিমের সহজ তরজমা’ গ্রন্থের প্রকাশনা ও প্রেস লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের চতুর্থ তলাস্থ সেমিনার হলে কবি ও শিক্ষাবিদ ফরিদ আহমদ রেজার সভাপতিত্বে এবং চ্যারিটি ওয়ার্কার সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু সায়ীদ, মাওলানা এ কে মওদুদ হাসান, শায়েখ মাওলানা আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা শামসুল হক, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা হাফেজ আবুল হোসেন খান, মাওলানা আব্দুর রহমান আল-মাদানী, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, এমডি তাজ চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নাহাশ পাশা, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মূকতাবিস-উন নুর, মাওলানা নাজির উদ্দিন, ব্যারিস্টার নাজির আহমদ, আবু সায়ীদ আনসারী ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ।
সভায় বক্তারা বলেন, শায়খ শফিকুর রহমান আল-মাদানীর তরজমাকৃত গ্রন্থটি এক অনবদ্য প্রকাশনা। সহজ বাংলায় কুরআনের তরজমা মানুষের কাছে পেশ করা একটি কঠিন কাজ। আর সে কাজটি তিনি করেছেন। কুরআন বুঝতে যা মানুষের জন্য সহায়ক হবে। বক্তারা লেখকের সফলতা কামনা করেন। গ্রন্থের লেখক হাফেজ মাওলানা শফিকুর রহমান মাদানী বলেন, কুরআনের ভাষা আরবি। মুসলিম বিশ্বে ৮০ ভাগ মানুষ আরবি জানেন না। তাঁদের কাছে পবিত্র কুরআনের ম্যাসেজ পাঠানোর একমাত্র পথ হল কুরআনের তরজমা পেশ করা। এই তরজমাগ্রন্থ থেকে বাংলাভাষীরা উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মহান আল্লাহপাক তাঁর এ কাজ যেনো কবুল করেন এ জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।
উল্লেখ্য, পবিত্র কুরআনের এই অনুবাদগ্রন্থ প্রকাশনায় সার্বিক সহযোগিতা করেন চ্যানেল এস টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল ও ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী।