সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৭
দেশ ডেস্ক: উত্তর কোরিয়া সাবমেরিনভিত্তিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এমনটা বলা হয়েছে স্যাটেলাইটে পাওয়া বিভিন্ন ছবিতে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ও গোয়েন্দা সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ জোসেফ বারমুদেজ এ কথাগুলো বলেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, বারমুদেজ এ সংক্রান্ত স্যাটেলাইটে পাওয়া ছবিগুলো পোস্ট করেছেন জন হপকিন্স ইউনিভার্সিটির ইউএস-কোরিয়া ইন্সটিটিউটের ‘৩৮ নর্থ’ ব্লগে। ততে দেখানো হয়েছে, উত্তর কোরিয়া সাবমেরিন চালিত ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত। তিনি বলেন, বাণিজ্যিক স্যাটেলাইটে সম্প্রতি পাওয়া কিছু ছবি দেখে এমন আশঙ্কার কথা বলা যায়। বলা যায়, উত্তর কোরিয়া সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বা করছে। তিনি আরো বলেন, মায়াংডোতে নৌবাহিনীর শিপইয়ার্ড ও সাবমেরিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বিষয়ক কর্মতৎপরতা দেখা গেছে।
এ থেকে বোঝা যায়, উত্তর কোরিয়া সমুদ্রে ধারাবাহিকভাবে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে পারে। তারা এ সংক্রান্ত প্রযুক্তি আধুনিকায়ন করেছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার হাতে সাবমেরিনভিত্তিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর নাম পুকগুকসং-১। এটি ২০১৬ সালে প্রথমবার সফলভাবে পরীক্ষা করা হয়। এটি জাপানের দিকে ৫০০ কিলোমিটার দূরত্বে উড়ে গিয়েছিল। তখন বলা হয়েছিল, এটি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত করা সম্ভব।