শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান আর নেই
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০১৭
সিলেট প্রতিনিধি: শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ৬ আগস্ট রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত শুক্রবার ব্রেইন স্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, হাজার হাজার ছাত্রছাত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বড়লেখা উপজেলর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের খলিলুর রহমান ১ সেপ্টম্বর ১৯৯৯ সালে প্রধান শিক্ষক হিসেবে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে যোগদান করেন। দীর্ঘদিন সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ২৮ ফ্রেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন। খলিলুর রহমান শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাড়াও সুজাউল আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
সোমবার বাদ জোহর শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রথম জানাযা এবং বেলা ২টায় সুজাউল আলিয়া মাদ্রাসা মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সবার প্রিয় স্যার খলিলুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সদালাপী, বন্ধুভাবাপন্ন, নিরহংকার ও অগাধ পান্ডিত্বের অধিকারী এই শিক্ষকের আনেক গুনগ্রাহী ছাত্রছাত্রী দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। স্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের সহকর্মী, গুনগ্রাহী ছাত্র ও এলাকাবাসী প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তাঁর জানাযায় অংশগ্রহণ করেন।
খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছিত, সহকারি অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক আছদ্দর আলী, উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সাবেক চেয়ারম্যান আকবর আলী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি তবারক হোসেইন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।