সিলেটের ওসমানী বিমানবন্দরে ৩ কেজি সোনা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৭
ডেস্ক রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে সাড়ে ৩ কেজি সোনা (৩০টি সোনার বার) আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। রোববার সকালে আবুধাবি থেকে আগত বাংলাদেশে বিমানের বিজি-০১২৮ ফ্লাইট থেকে এসব সোনা আটক করা হয়। মোট ৩০টি সোনার বার আটক করেন শুল্ক গোয়েন্দারা। আটককৃত সোনার দাম ১ কোটি ৬০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসার পথে সিলেটে অবস্থান করার সময় বিজি-০১২৮ ফ্লাইটের সিট-৪৫সি এর উপর থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এসব সোনা উদ্ধার করা হয়।