লন্ডনে বাসের ভেতরে যুবতিকে যৌন নির্যাতন : বাঙালি ড্রাইভারের ২ বছরের জেল
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৭
দেশ রিপোর্ট: যুবতিকে ফুসলিয়ে বাসের ভেতরে নিয়ে যৌন নির্যাতনের দায়ে বাস ড্রাইভারকে দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। ইস্ট লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের ফরেস্ট গেইট এলাকার বাসিন্দা মুহাম্মদ তামিম উদ্দিন(২৫) কে গত ১০ মে বুধবার গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে জনৈক যুবতির উপর যৌন নির্যাতনের একটি অভিযোগসহ একই ঘটনার সাথে যুক্ত আরো দুটি অভিযোগ ছিল। গ্রেফতারের পর দোষ স্বীকার করার পরে চলতি সপ্তাহে তামিম উদ্দিনের সাজা হয়। দুই বছরের কারাদন্ডের পাশাপাশি যৌন অপরাধ আইনের আওতায় আগামী ১০ বছর তাঁকে বিশেষ নজরদারিতে থাকতে হবে।
মামলার শুনানীতে বলা হয়, গত ৩০ এপ্রিল রোববার তামিম উদ্দিন ইলফোর্ড থেকে অক্সফোর্ড সার্কাস রুটে ২৫ নম্বর বাস চালাচ্ছিলেন। অক্সফোর্ড সার্কাসে যাত্রা শেষ করে তামিম হেয়ারউড প্লেসে বাসটি পার্ক করে। এখান থেকেই সকল ২৫ নম্বর বাস ফিরতি যাত্রা শুরু করে থাকে। বাসে বসেই তামিম বাসের কাছে দাঁড়িয়ে থাকা ২৫ বছর বয়স্ক এক ফ্রেঞ্চ যুবতির যাত্রাপথ দেখিয়ে দেওয়ার ছলনায় ইশারায় কাছে ডেকে আনেন। মহিলা বাসের ভেতরে আসার পর বাসের দরজা বন্ধ করে দেন তিনি। এরপর বাসের উপরের তলায় পেছনের জানালার কাছে একটি এলার্ম ঠিক করার জন্য মহিলার সাহায্য চান তিনি। জানালার কাছে নিয়ে তামিম মহিলাকে যৌন নির্যাতন করেন। ঠিক তখন মহিলা চিতকার দিয়ে দৌড়ে পালিয়ে যেতে চাইলে তামিম তাকে এক কোনায় আটকে রেখে নিজের শরীর প্রদর্শন করে এবং নিজে নিজেই যৌন উত্তেজক অঙ্গভঙ্গি করতে থাকে। প্রায় চার মিনিট পর তামিম বাসের ইমার্জেন্সি বাটনে চাপ দিয়ে দরজা খুলে দিলে যুবতী বের হয়ে যায়। এই ঘটনার পরেই তামিম স্বাভাবিকভাবে আবার তার বাস চালনার কাজ শুরু করে। রোডস এন্ড ট্রান্সপোর্ট পুলিসিং কমান্ডের ডিটেক্টিভ কন্সটেবল টেরেসা মুর বলেন- তামিমের শাস্তি স্পষ্ট বার্তা দেয় যে, এ ধরনের কাজ কখনও বরদাশত করা হবে না এবং কঠোর হাতে তা মোকাবেলা করা হবে।