হজ্জের সময় অন্যরা উমরা করতে পারে কি-না?
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৭
প্রশ্নঃ
হজ্জের সময় অন্যরা উমরা করতে পারে কি-না?
উত্তরঃ
যারা হজ্জ করবেন না, তাদের জন্যে আরাফার দিন, কিংবা জিলহাজ্জের ১০ তারিখে উমরা করতে কোন অসুবিধা আছে বলে আমাদের জানা নেই। শায়খ সালেহ বিন উসাইমিনকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন- উমরা বছরের যে কোন সময়ে ও দিনে করা যায়, এতে কোন অসুবিধা নেই।
উত্তর দিচ্ছেন- বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ
সম্পাদক- মাসিক জায়তুন।