ভ্যালেন্স স্পোর্টস এসোসিয়েশনের ফুটবল প্রশিক্ষন কোর্সে প্লেয়ার অব দ্যা মান্থ হলো ৯ প্রশিক্ষনার্থী
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৭
ইস্ট লন্ডন প্রতিনিধি : ভ্যালেন্স কমিউনিটি স্পোর্টস এসোসিয়েশন অর্ধশতাধিক ফুটবলারের মধ্যে ৮ জনকে চলিত মে-জুন সেশনে প্লেয়ার অব দ্যা মান্থ বা সেরা খোলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে ।নির্বাচিতরা হচ্ছে, অনুর্ধ ১১ গ্রুপে আবদি রাহমান, জিবরিল মাহমুদ ও মোহাম্মদ জারাফ। অনুর্ধ ৯ গ্রুপে আরাফাত নাবিল আহমদ ও দাউদ হক। অনুর্ধ ৮ গ্রুপে ঈসা ইসলাম ও । ইয়াসিন আহমদ এবং অনুর্ধ ৭ গ্রুপে মারওয়ান বেনহাট্টা।
গত ১ জুলাই শনিবার দুপুরে পূর্ব লন্ডনের ওয়েভার্স ফিলডে সেরা এই ৯ খেলোয়াড়কে তাদের অভিভাবকদের উপস্থিতিতে সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। ভ্যালেন্স কমিউনিটি স্পোর্টস এসোসিয়েশনের ফুটবল প্রশিক্ষকগণ সেরা ফুটবলারদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেন। এসময় মুহূর্মুহু করতালীর মধ্য দিয়ে নির্বাচিতদের অভিনন্দন জানান খেলোয়াড় ও অভিভাকগন।
উল্লেখ্য, পূর্ব লন্ডনের ওয়েভার্স ফিলডে ভ্যালেন্স কমিউনিটি স্পোর্টস এসোসিয়েশন ২০০১ সাল থেকে বিভিন্ন গ্রুপে শিশুদের ফুটবল প্রশিক্ষন কোর্স পরিচালনা করে আসছে। প্রতি শনিবার বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত ৮জন কোচের তত্ত্বাবধানে বিভিন্ন গ্রুপে প্রায় ৫০ শিশুকে প্রশিক্ষন দেয়া হয়ে থাকে। প্রতি মাসে বিভিন্ন গ্রুপ থেকে সেরা ফুটবলারদের বাছাই করে সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। মাসিক নিউজলেটারে প্লেয়ার অব মান্থে নির্বাচিতদের ছবি ছাপা হয়- যা প্রশিক্ষনার্থীদের মধ্যে খেলাধূলার ব্যাপারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে ।