৮৫ বছর বয়সীর ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫
৮৫ বছর বয়সী বৃদ্ধার ভূমিকায় অভিনয় করার প্রস্তাব পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা জানিয়েছেন, ‘পরিচালক শেখর কাপুর তার পরবর্তী চলচ্চিত্রে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। এনিয়ে আমাদের মধ্যে এখনো কথা বার্তা চলছে।’
সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই বলিউড ‘কুইন’কে দেখতে পাওয়া যাবে ৮৫ বছর বয়সী মায়ের ভূমিকায়। শেখর কাপুরের পরবর্তী সিনেমার নাম ‘পানি’। কিন্তু সেই ছবিতে দেখতে পাওয়া যাবে না কঙ্গনাকে। সম্ভবত এর পরেই শুরু হবে কঙ্গনার বুড়ি হওয়া ছবির কাজ।