রোমানিয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকান্ড, নিহত ২৭
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫
রোমানিয়ার একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৬২ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন। বুখারেস্ট শহরের কেন্দ্রে একটি ক্লাবে শুক্রবার রাতে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আতশবাজি প্রদর্শনী চলাকালে আগুন ধরে যায়। রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনিকা ডাজবগ বলেন, আহতদের ১২ টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, একজন প্রসিকিউটর এবং অগ্নিকাণ্ড বিষয়ক বিশেষজ্ঞ ঘটনাস্থল পরিদর্শন করবে এবং আগুন লাগার কারণ তদন্ত করে বের করবে।